তামিমের অসুস্থতা নাড়া দিয়েছে ক্রিকেট বিশ্ব

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

তামিম যে কোন মাপের কিংবদন্তি, তা যেন অনেকটাই স্পষ্ট হলো তার হার্ট অ্যাটাকের খবরে। টাইগারদের সাবেক অধিনায়কের অসুস্থতা নাড়া দিয়েছে গোটা ক্রিকেট দুনিয়াকে। কলকাতা নাইট রাইডার্সের মতো দল কিংবা লাসিথ মালিঙ্কা, মনোজ তিওয়ারির মতো তারকারা তাকে নিয়ে বার্তা তো দিয়েছেনই, এবার তামিমের প্রতি আবেগঘন বার্তা আরেক কিংবদন্তি যুবরাজ সিংয়ের। সাথে প্রখ্যাত ধারাভাষ্যকার হার্শা ভোগলেও তামিমের সুস্থতা কামনা করে টুইট করেছেন।
যুবরাজ গুরুতর রোগ সারিয়ে দাপিয়ে বেড়িয়েছেন ক্রিকেটের বুকে। ভারতের ক্রিকেটকে এনে দিয়েছেন অনেক অর্জন। তিনি নিজেই কিনা তামিমকে আখ্যায়িত করলেন চ্যাম্পিয়ন হিসেবে। যুবরাজ টুইট বার্তায় লিখেছেন, ‘তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা। আগেও তুমি কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করেছো এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছো। এবারো ভিন্ন কিছু হবে না। দোয়া করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’
তামিম ইকবাল ক্রিকেটার হিসেবে বেশি খ্যাতি কুড়ালেও সাম্প্রতিক সময়ে ধারাভাষ্যকারের ভূমিকায় সমীহ অর্জন করেছেন। সে সময় তার সাথে কাজ করা হয়েছে হার্শা ভোগলের। তামিমের অসুস্থতার খবরে সেই ভোগলেও যেন ভেঙে পড়েছেন। তিনি টুইট করেছেন, ‘আমাদের বন্ধু তামিম ইকবাল দ্রুত সেরে উঠবে এই কামনা করি। তোমাকে দ্রুত ফিরতে এবং আমাদের সাথে কাজ করতে দেখতে চাই।
গতকাল ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগ খেলার সময় বড় ধরনের হার্ট অ্যাটাকের শিকার হন তামিম। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, সবার দোয়ায় অনেকটা কাকতালীয়ভাবেই সুস্থতার পথে হাঁটছেন তামিম। তা না হলে হতে পারত গুরুতর কিছু।