সুপ্রভাত ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল। চোটের কারণে তিনি ইতোমধ্যে ছিটকে গেছেন আসন্ন এশিয়া কাপের আসর থেকে। তার অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ‘জুনিয়র’ তামিম, পুরো নাম তানজীদ হাসান তামিম। অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার অবশ্য প্রেরণা মানেন তামিম ইকবালকে। হতে চান তার মতোই দলের নির্ভরযোগ্য ক্রিকেটার। খবর জাগোনিউজ’র
জাতীয় দলে ডাক পাওয়ার পর গতকাল প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। এ সময় সিনিয়র তামিমের সঙ্গে নামের মিল নিয়ে এই ওপেনার বলেন, ‘এই কথাটা আমি অনেক আগে থেকে শুনছি (তামিম ইকবালের সঙ্গে মিল)। সত্যি কথা বলতে ছোট বেলায় উনার খেলা দেখে বড় হয়েছি। খেলা দেখার অনুপ্রেরণা পেয়েছি, যেহেতু উনার নামের সঙ্গে আমার নামের মিল ছিল।’
নামের মিল থাকায় সিনিয়র তামিমের খেলা বেশি দেখেছেন জুনিয়র তামিম। এমনকি সিনিয়র তামিম তরুণ এই ক্রিকেটারের আদর্শ, ‘উনি আমাদের জন্য আদর্শ। উনার খেলা দেখে অনেক কিছু শেখার চেষ্টা করি। কীভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন। কোন পরিস্থিতিতে কীভাবে খেলেন। তিনি অবশ্যই একজন অনুপ্রেরণা।’
বাংলাদেশ দলে শুধু নিজের জায়গা নয়, প্রত্যেকের জায়গা-ই গুরুত্বপূর্ণ বলে মনে করেন তামিম। তবে ওপেনিং পজিশন নিয়ে কিছু দোলাচল রয়েছে। কেননা ইনজুরির কারণে দলের বাইরে রয়েছেন দেশসেরা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে জুনিয়র তামিম উদ্বোধনী জায়গাটা ধরে রাখতে চান।
এ বিষয়ে তরুণ ওপেনার বলেন, ‘দলে প্রত্যেকের জায়গা গুরুত্বপূর্ণ। আর আমি মনে করি তামিম ভাইও সবার জন্য আদর্শ। উনাকে দেখে ছোট থেকে বড় হয়েছি আমি। চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার, জায়গাটা ধরে রাখার।’