সুপ্রভাত বিনোদন ডেস্ক »
করোনাকালে বিধিনিষেধে অবরুদ্ধ এ শহর, দেশ কিংবা পৃথিবী। চিরচেনা মানুষগুলো আচমকা যেন হয়ে গেছে এক একটা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা। চাপা একটা হাহাকার ভেসে বেড়াচ্ছে হাওয়ায় হওয়ায়।
এমনই অবরুদ্ধ সময়ের আর্তনাদ ফুটে উঠেছে গানে। ‘মুড নেই’ শিরোনামের গানটি উপহার দিলেন পিয়ানিস্ট তমাল। বাণীসমৃদ্ধ গানটি লিখেছেন সকাল। সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন তমাল নিজেই।
টিএমএল প্রোডাকশন থেকে তৈরি ‘মুড নেই’ গানটির ভিডিও সম্প্রতি উন্মুক্ত হলো ইউটিউবে।
তমাল বলেন, ‘টিএমএল মিউজিক চ্যানেলে প্রতি সপ্তাহেই একটি করে নতুন গান নিয়ে হাজির হচ্ছি আমি। তারই অংশ হিসেবে নতুন গানটি করা। আশা করছি সময়ের কথা বলতে চাওয়া গানটি সবার মনে ধরবে।’
টানা ৩০ বছর ধরে বাংলাদেশে সংগীতাঙ্গনে কাজ করছেন তমাল। অসংখ্য অ্যালবামে সুরকার এবং সংগীতায়োজনের কাজ করেছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য ‘সাতরঙে সাতজন’, ‘রঙবেরঙের মানুষ’, পার্থ বড়ুয়া ও ফাহমিদা নবীর ‘ভালোবাসার রঙ’, ফাহমিদা নবীর একক অ্যালবাম ‘মনে কি পড়ে’ ও ‘স্বপ্নগল্প’ এবং বাপ্পা মজুমদার ও ফাহমিদা নবীর যৌথ অ্যালবাম ‘এক মুঠো গান’।