চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদিকা ও সাবেক মহিলা কাউন্সিল তপতী সেন গুপ্তার এক নাগরিক শোক সভা গতকাল বিকেলে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ভোগ বিলাসের রাজনীতি বাদ দিয়ে ত্যাগের রাজনীতি করলে আদর্শিক নেত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তাদের মূল্যায়ন করে। এতে সভাপতিত্ব করেন তপতী সেনগুপ্তা নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক, সাবেক কাউন্সিলর আলহাজ্ব পেয়ার মোহাম্মদ। এতে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চ.সি.ক এর সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন, সাবেক মহিলা এম.পি মিসেস সাবিহা মুসা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক এড: বাসন্তী প্রভা পালিত, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর জহর লাল হাজারী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, পুত্রবধু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্তা। আরও বক্তব্য রাখেন, বর্তমান কাউন্সিলর পুলক খাস্থগীর, সাবেক মহিলা কাউন্সিলর রেহানা বেগম রানু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহিলা কাউন্সিলর, ফেরদৌস বেগম মুন্নী, জেসমিন পারভীন জেসী, শাহানা আক্তার রোজী সহ । বিজ্ঞপ্তি
মহানগর