সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ফিটনেস না থাকায় চট্টগ্রাম টেস্টে খেলা হয়নি সাকিব আল হাসানের। তবে ঢাকা টেস্টের আগে ফিটনেসের অবস্থা অনেকটাই ভালো। ফলে ৪ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া ঢাকা টেস্টে সাকিবের খেলা নিয়ে সংশয় দেখছেন না ফিজিও-ট্রেনাররা। তবে সাকিব যদি নিজেকে খেলার জন্য ফিট মনে না করেন, তাহলে চাইলে বিশ্রামও নিতে পারেন!
আজ (সোমবার) ফিটনেস পরীক্ষায় বসেছিলেন সাকিব। ফিজিও-ট্রেনাররা তার ফিটনেস টেস্ট দেখে অনেকটাই সন্তুষ্ট। আগামীকাল (মঙ্গলবার) নির্বাচকদের সঙ্গে এই অলরাউন্ডারের বসার কথা। কালই হয়তো নিশ্চিত হয়ে যাবে সাকিব ঢাকা টেস্ট খেলবেন কিনা। তবে জানা গেছে, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা না খেলা পুরোটাই নির্ভর করছে সাকিবের নিজের ওপর। বিসিবির একটি সূত্র এমনটাই জানিয়েছে।
আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোও সাকিব ইস্যুতে কিছুই জানাতে পারলেন না। ঢাকা টেস্টে সাকিবকে পাওয়া যাবে কিনা, এমন প্রশ্নে দক্ষিণ আফ্রিকান কোচ বলেছেন, ‘এখনও জানি না সাকিব খেলবে কিনা। ফিজিও-ট্রেনারের কাছ থেকে মতামত পাওয়ার অপেক্ষায় আছি আমরা।’
গত শুক্রবার থেকে নিজেকে প্রস্তুত করতে কাজ শুরু করেছেন এই অলরাউন্ডার। নিজের একাডেমিতে অনুশীলন শুরু করেছেন। তার শৈশবের কোচ সালাউদ্দিনের তত্ত্বাবধানে চলছে অনুশীলন। সেখানে কোনোরকম অস্বস্তি ছাড়াই নেটে ব্যাটিং করেছেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, ফলে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতে আরও কয়েকদিন সময় পাবেন তিনি।
হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যান সাকিব। তার চোটের ধরন ছিল গ্রেড-১। ফলে দুবাই থেকে সোজা চলে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানদের কাছে। সেখানে চলে তার পুনর্বাসন প্রক্রিয়া। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে চট্টগ্রাম টেস্টের আগে দেশে ফেরেন। দেখা করেন জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালাফতের সঙ্গে। সেখানে পর্যবেক্ষণের পর ফিজিও জানান, তিনি এখনও ফিট নন খেলার জন্য। তাই চট্টগ্রাম টেস্টে তাকে ছাড়াই খেলছে বাংলাদেশ।