নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জাহানারা সিদ্দিকা (৩০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২৩ জন। গতকাল রোববার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।
জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া জাহানারা সিদ্দিকা চকরিয়ার বাসিন্দা। জ্বর, কাশিসহ নানা গত ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল ভর্তি করানো হয়। একদিন পর ৩০ সেপ্টেম্বর তিনি মারা যান। তার শক সিনসিন্ড্রোম ধরা পড়েছে।
প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা যায়, চলতি বছরে জানুয়ারিতে আক্রান্ত হয়েছেন ৭৭ জন এবং মারা গেছেন ৩ জন। ফেব্রুয়ারিতে আক্রান্ত ২২, মার্চে ১২, এপ্রিলে ১৮ , মে মাসে ৫৩। জুনে আক্রান্ত ২৮৩ মারা গেছেন ৬ জন। জুলাইয়ে আক্রান্ত ২ হাজার ৩১১ জন। ১৬ জনের মৃত্যু হয়েছে। আগস্টে আক্রান্ত ৩ হাজার ১১ জন, মৃত্যু ১৮ জন। সেপ্টেম্বরে আক্রান্ত ৩ হাজার ৮৯২ জন, মারা গেছেন ২১ জন। অক্টোবরে এখন পর্যন্ত ১২৩ জন আক্রান্ত, ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮০২ জন।
উল্লেখ্য, ২০২০ সালে চট্টগ্রামে ১৭ জন, ২০২১ সালে ২৭১ জন এবং ২০২২ সালে ৫ হাজার ৪৪৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। ২০২২ সালে ৪১ জন এবং ২০২১ সালে পাঁচজন মারা গিয়েছিল।