সুপ্রভাত ডেস্ক
চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি বসির আহমদ চৌধুরী।
গত ১০ মে নগরের সমাদর ক্লাবে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
বসির আহমদ চৌধুরী নগরের গোলপাহাড়ে অবস্থিত নিউ এলাহী ডেকোরেটর্সের স্বত্বাধিকারী এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জিইসি মোড় দোকান মালিক সমিতির উপদেষ্টাসহ বহু সংগঠনের সঙ্গে সংম্পৃক্ত রয়েছেন।