সুপ্রভাত ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর চলচ্চিত্র ‘রিকশা গার্ল’। ২২ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আয়োজিত এ উৎসবে ছবিটি প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে বলে জানান নির্মাতা। খবর বিডিনিউজের।
এর আগে তিনি ছবির প্রযোজক এরিক জে অ্যাডামসকে উদ্ধৃত করে ফেইসবুকে এ নির্মাতা জানান, ছবিটি এখন অস্কারে জমা দেওয়া যাবে।
বিষয়টি নিয়ে অমিতাভ রেজার বলেন, ‘বিষয়টি আমারও পরিষ্কার জানা নেই। আমার ধারণা, ওই প্রতিযোগিতা থেকে অস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে ছবি জমা দেওয়া হয়। সেটাও দুয়েকটা না, হাজার হাজার ছবি জমা পড়ে।’ এর বাইরে বাংলাদেশের অস্কার কমিটি থেকে প্রতি বছর একটি ছবি অস্কারে পাঠানো হয়। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন শর্বরী জোহরা আহমেদ। তিনি প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র অন্যতম চিত্রনাট্যকার।
নাঈমা নামে এক কিশোরীর রিকশার প্যাডলে জীবনের ঘানি টানার গল্প উঠে এসেছে চলচ্চিত্রে। নাঈমার চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান।
বিনোদন