সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, ‘বাংলাদেশ ডাকবিভাগের রয়েছে একটি ইতিহাস-ঐতিহ্য। এটি একটি রাষ্ট্রীয় সেবা প্রতিষ্ঠান। ১৯৭১ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এই সংস্থা। আর পোস্টাল কোড চালু হয় ১৯৮৬ সালে। ২০১৭ সালের একটি অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশে বতর্মানে ডাকঘরের সংখ্যা ৯৮৮৬ টি। চিঠি-পত্র পার্সেল আদান প্রদানের জন্য মানুষের আস্থার ঠিকানা আজও ডাকবিভাগ। উত্তর কাট্টলী ডাক বিভাগ এখানে বিনা ভাড়ায় আগামী দশ বছর তাঁদের সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে।’ মোস্তফা হাকিম কলেজ ক্যাম্পাসের পোস্ট অফিস উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজের প্রতিষ্ঠাতা এম মনজুর আলম। এসময় তিনি এসব কথা বলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল্লাহ, ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল চট্টগ্রাম বিভাগ। পোস্ট অফিস উদ্বোধন উপলক্ষে মনজুর আলম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জানান এবং পরে পৃথকভাবে মন্ত্রী বরাবর একটি শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, মোস্তফা হাকিম কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মজুমদার, মহিব্বুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি