নিজস্ব প্রতিবেদক :
নগরীর ডবলমুরিং থানার শেখ মুজিব রোডে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, একটি কার্তুজ, তিনটি স্টিলের টিপ ছোরা, দুটি মিনি কাটার, একটি শপিং ব্যাগ এবং ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন তাজুল ইসলাম তাজু (৩৬), তুষার হোসেন (২৫), মো. তপু (২২), হায়াত মাহমুদ জীবন (২৩), আনোয়ার হোসেন বাবু (২১), নাজমুল ইসলাম (২৮), আব্দুর রহমান রানা (২০) ও জনি শাহ (৩২)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আট ডাকাতকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে তিনটি মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরো জানান, তাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে চলাফেরা করে। তারা টার্গেট নির্ধারণ করে ঘিরে ধরে মোবাইল ও মানিব্যাগ ছিনতাই করে থাকে।
এ মুহূর্তের সংবাদ