সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা করেছে বিসিবি। চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পেয়েছেন শান্ত।
শান্তর চোট নিয়ে বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘রবিবার শারজাতে শান্তর একটা এমআরআই করানো হয়। আমার দলের ফিজিও রিপোর্ট পেয়েছি। যাতে তার কুঁচকিতে গ্রেড টু স্ট্রেইন আছে। এটা সারতে বিশ্রাম ও পুনর্বাসন দরকার। সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারবে না। দুই সপ্তাহ পর আমরা তার অবস্থা খতিয়ে দেখবো। সংযুক্ত আরব আমিরাত থেকে সে দেশে ফিরে পুনর্বাসন শুরু করবে।’
এদিকে আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে তার সেরে ওঠার কোনও সম্ভাবনা নেই। তাই তারও জায়গা হয়ণি।
অ্যান্টিগায় আগামী ২২ নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ৩০ নভেম্বর থেকে জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। টেস্ট দল ঘোষণা করলেও এখনও সীমিত ওভারের দল ঘোষণা করেনি বাংলাদেশ। শান্তর বদলে কে ওয়েস্ট ইন্ডিজ যাবেন, সেটি এখনো ঠিক হয়নি।
বাংলাদেশের টেস্ট স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ।