‘টেস্ট ও ওডিআই’র পারফরম্যান্স আত্মবিশ্বাস যুগিয়েছে’

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ড্র করলেও ওয়ানডেতে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। যদিও ওয়ানডের হতাশাজনক পারফরম্যান্সে টাইগাররা ভেঙে পড়েনি। উল্টো টি-২০তে ভালো খেলার আত্মবিশ্বাস পেয়েছে বলে জানান অধিনায়ক লিটন কুমার দাস। ২০১ রানের হার দিয়ে ক্যারিবিয়দের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু করেছিল সফরকারীরা। দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় টিম টাইগার্স। ১০১ রানের বড় জয়ে ১-১ ব্যবধানের সমতায় সিরিজ শেষ করে।
ওয়ানডেতে আরো ভালো করার লক্ষ্য থাকলেও তিন ম্যাচেই হেরে যায় লাল-সবুজের দল। প্রথম ম্যাচে ২৯৪ ও শেষ ম্যাচে ৩২১ রানের সংগ্রহ পেলেও তা জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি। তাতে অবশ্য আত্মবিশ্বাসে কোনো ছেদ পড়েনি। টেস্টের পাশাপাশি ওয়ানডে সিরিজ থেকে টি-২০তেও জয়ের আত্মবিশ্বাস পেয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের পর এমনটাই বললেন লিটন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আপনি লক্ষ্য করলে দেখবেন আমরা টেস্ট ও ওয়ানডেতে ভালো খেলেছি। যদিও দুর্ভাগ্যবশত জিততে পারিনি, তারপরও আমরা ভালো ক্রিকেট খেলেছি। যেটা সংক্ষিপ্ত ভার্সনের এই সিরিজে ভালো খেলার আত্মবিশ্বাস যুগিয়েছে।’
‘আমি সবসময় ছেলেদের চাপ না নিয়ে বরং খেলা উপভোগ করতে বলি। কারণ আমরা জানি আমাদের খুব ভালো বোলিং আক্রমণ এবং ব্যাটিং আছে। আমরা জানি, আমরা যদি ভালো স্কোর করতে পারি তাহলে যেকোনো রান ডিফেন্ড করতে পারবো।’
গত অক্টোবরে বাংলাদেশের কোচের দায়িত্ব পান ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ও টি-২০তে সাফল্য পেয়েছে টাইগাররা। সিমন্সকে নিয়ে লিটন বলেন, ‘তিনি কখনো কোনো চাপ দেন না। আমরা নির্ভার হয়ে ক্রিকেট খেলি। আমাদের সিদ্ধান্ত এবং সবকিছু আমি ব্যাখ্যা করেছি। শুধু তিনিই নন, সকল কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সবাই খুবই ভালো। আমাদের জন্য ভালো হবে এমন সব কিছুই তারা করে থাকে।’