নিজস্ব প্রতিনিধি, টেকনাফ »
টেকনাফের বাহাড়ছড়া ইউনিয়নের উত্তর শীলখালি এলাকার মৃত ছালে আহমদের পুত্র সিএনজি ট্যক্সি ড্রাইভার মাহমুদুল করিম (৩৯) এর লাশ ৪৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়ক হরিখোলা এলাকার দুর্গম পাহাড়ে ভিতর হাতির খেদা নামক স্থানে অপহৃত সিএনজি ড্রাইভার মাহামুদুল করিমের লাশের সন্ধান পাওয়া যায়। তবে লাশটি কঙ্কাল হয়ে প্রায় মাটির সাথে মিশে গেছে।
জানা যায়, টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের বিট অফিসার মাইনউদ্দিন চৌধুরী উক্ত গহীন পাহাড়ে বনায়নের কাজ করতে গেলে তিনি মাটিতে প্রায় মিশে যাওয়া একটি লাশ দেখতে পান। পরে বিট অফিসার বিষয়টি হোয়াইক্যং পুলিশ ফাঁড়িকে অবহিত করলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানের নির্দেশে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি আইসি এসআই মো. মাহামুদুল হাসান মাহবুব ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায়। এরপর অপহৃত যুবকের পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশটি সনাক্ত করেন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, বন বিভাগের লোকদের মাধ্যমে খবর পেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
উল্লেখ্য, ৩০ জুন রাতে সন্ত্রাসীরা শামলাপুর-বাহাড়ছড়া রোড থেকে মাহামুদুল করিমকে অপহরণ করে। সেই থেকে মাহামুদুল করিমের পরিবার তাকে আর খুঁজে পায়নি। এ ঘটনায় মামলা হওয়ার পর ৪ আসামি পুলিশের হাতে আটক হয়।
অবশেষে অপহরণের ৪৩ দিন পর মাহামুদুল করিমের লাশটি উদ্ধার করা হয়।
এ মুহূর্তের সংবাদ