নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার »
টেকনাফের হ্নীলা প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।
এসময় ৫ কোটি ৯১ লাখ ৬৫ হাজার টাকার ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ কেজি কারেন্ট জাল এবং একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়। টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবির অধিনায়ক জানান, গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপি’র আনোয়ার প্রজেক্ট এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র একটি টহলদল তাৎক্ষণিক ওই এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করে। টহলদল কিছুক্ষণ পর দুইজন লোককে একটি কাঠের নৌকা নিয়ে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। বিজিবি টহলদল নৌকা থামাতে বললে তারা লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় টহলদল তাদের পিছু ধাওয়া করে আটক করে।
আটককৃত আসামিরা হলো টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার আবুল কাশেমের ছেলে মো. রিয়াজ উদ্দিন (২০) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন (১৯)।
বিজিবি টহলদল উক্ত চোরাকারবারীদের জিজ্ঞাসাবাদ করলে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে নৌকার পাটাতনের নিচ থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাগের ভিতর হতে ১ কেজি ৬৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও অবৈধ মাদকদ্রব্য বহনের দায়ে একটি কাঠের নৌকা এবং ১৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য, কাঠের নৌকা ও কারেন্ট জালের আনুমানিক মূল্য ৫ কোটি ৯১ লাখ, ৬৫ হাজার টাকা।