নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খালাতো ভাইয়ের ছুরিকাঘাতে রহিম উল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রহিম উল্লাহ একই এলাকার নুর মোহাম্মদের ছেলে।
সাবরাং ইউপি প্যানেল চেয়ারম্যান মো. শরীফ হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রহিম উল্লাহকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন খালাতো ভাই মো. দেলোয়ার। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার এসআই নাজিম উদ্দিন বলেন, খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


















































