টাইব্রেকারে হেরে ম্যানইউ’র বিদায়

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

এমনিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খুবই বাজে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। পয়েন্ট টেবিলে অবস্থান কখনো ১৪, কখনো ১৫তম স্থানে। নতুন কোচ রুবেন আমেরিমের প্রত্যাশা ছিল অন্তত এফএ কাপে ভালো কিছু করে অন্য ঘাটতিগুলো পুষিয়ে দিতে।
কিন্তু সে আশাও শেষ। ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ডে ফুলহ্যামের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো রেড ডেভিলদের। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ফুলহ্যামের বিরুদ্ধে ম্যানইউর ম্যাচের প্রথমার্ধ ছিল ১-১ গোলে সমতা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ম্যানইউ পরাজয় বরণ করে ৩-৪ গোলের ব্যবধানে। ফুলহ্যামের এই জয়ে শেষ মুহূর্তের নায়ক ছিলেন গোলরক্ষক বার্নড লেনো।
ম্যানইউর শেষ দুটি শট নেন ভিক্টর লিন্ডেলফ এবং জসুয়া জিরকজি। একজন শট নেন ডান প্রান্তে, আরেকজন নেন বাম প্রান্তে। দুটিই ঝাঁপিয়ে পড়ে ফিরিয়ে দেন লেনো। এই দুটি সেভেই ম্যাচ জিতে নেয় ফুলহ্যাম।