সুপ্রভাত ডেস্ক »
ঝালকাঠিতে ট্রাক চাপায় প্রাইভেট কার, ইজিবাইকের যাত্রী ও পথচারীসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ঝালকাঠি সদর উপজেলার বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের দিকে যাচ্ছিল প্রাইভেট কারটি। একই দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ঘাতক ট্রাক। দুপুর ২টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর টোল প্লাজায় পৌঁছালে সিমেন্ট বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা দুটি ট্রাককে ধাক্কা ও প্রাইভেট কারকে চাপা দেয়। এ সময় চাপা পড়ে কয়েকটি ইজিবাইকও।
এতে ঘটনাস্থলেই শিশুসহ ৭ জন নিহত হয়। হাসপাতালে নেওয়া হলে মারা যায় আরও ৪ জন। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ৭ জনই প্রাইভেট কার যাত্রী বলে জানা গেছে। বাকিদের মধ্যে রয়েছে ইজিবাইক যাত্রী ও পথচারী।
এ ঘটনায় আরও প্রায় ২০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। সেখানে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার কাজে নিয়োজিত আছে।
আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।