নির্বাচনে আহতদের দেখতে হাসপাতালে গেলেন শিক্ষা উপমন্ত্রী
চসিক নির্বাচনে বিএনপি-জামায়াতের হামলায় আহত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের গতকাল বিকালে নগরীর জিইসি মোড়ে অবস্থিত দুইটি হাসপাতালে দেখতে যান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম-৯ আসনের সংসদ ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে আমাদের নেতাকর্মীদের উপরে নৃশংস হামলা চালিয়েছে। এই বিশেষ গোষ্ঠী নির্বাচন-কে কেন্দ্র করে সহিংসতা নেমেছিল। চট্টগ্রামের সর্বস্তরের জনগণ ভোটের মাধ্যমে বিএনপি-জামায়াতের এই সন্ত্রাসী কর্মকা-ের প্রতিবাদ জানিয়েছে। হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল। বিজ্ঞপ্তি