সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল তারা থাইল্যান্ড দলকে ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে রাজসিক জয়ে টুর্নামেন্ট শুরু করেছে টাইগ্রেসরা। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন দলপতি নিগার সুলতানা জ্যোতি। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় থাইল্যান্ড। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৮০ বলে ১০১ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। বাকিদের মধ্যে ১২৬ বলে ৯৪ রানের ইনিংস খেলেছেন শারমিন আক্তার। ৮২ বলে ৫৩ রান করেন ফারজানা হক। থাইল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ফান্নিতা মায়া, থিপাতচা ফুতাওং এবং ওনিচা কামচোমফু। জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে ৩৮ রান তোলে থাইল্যান্ড। জুটি ভেঙেছেন ফাহিমা খাতুন। এরপর থেকে নিয়মিত বিরতিতে টপাটপ উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ফাহিমার সাথে উইকেট শিকারের মিছিলে যোগ দেন জান্নাতুল ফেরদৌস। একের পর এক উইকেট তুলে থাইল্যান্ডের ইনিংসকে গুঁড়িয়ে দেন দুজন। শেষমেশ ৯৩ রানের মাথাতে অলআউট হয়েছে থাইল্যান্ড। বাংলাদেশ তুলে নেয় ১৭৮ রানের রাজসিক জয়। থাইল্যান্ডের ১০ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ফাহিমা খাতুন এবং জান্নাতুল ফেরদৌস। ৫টি করে উইকেট নিয়েছেন এ দু’জন। বড় জয়ে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশ। উঠে গেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। আগামী ১৩ এপ্রিল নিজস্ব দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন জ্যোতিরা।