নিজস্ব প্রতিবেদক »
নগরীর অভিজাত এলাকা খ্যাত খুলশী ও জিইসি মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে আমদানি এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে একটি সুপারশপ ও একটি দোকানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রির দায়ে একটি সুপারশপকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরের দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। এ সময় বিএসটিআইয়ের চট্টগ্রাম মেট্রোপলিটনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্যটি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, নগরে অবৈধ ও অননুমোদিত প্রসাধনীর বিরুদ্ধে গতকাল বুধবার সকালে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ উপায়ে আমদানি এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির দায়ে খুলশী মার্টকে ৭০ হাজার টাকা ও জিইসি মোড় সংলগ্ন কামাল স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উন্মুক্ত স্থানে সিগারেট প্রদর্শন ও বিক্রি করার অপরাধে মিনা বাজার কর্তৃপক্ষকে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।