ডেস্ক রিপোর্ট »
চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপে হামলার অভিযোগে ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন যুব ও ছাত্র অধিকার পরিষদের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার পুলিশ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন, মো. নাসির, মো. মিজানুর রহমান ও মো. রাসেল।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘গ্রেপ্তার তিন জনের মধ্যে মো. নাসির যুব অধিকার পরিষদের আহ্বায়ক এবং মো. মিজানুর রহমান ও রাসেল যুব অধিকার পরিষদের সদস্য।’
নাসিরকে চট্টগ্রামের সাতকানিয়া এলাকা থেকে এবং বাকি দুজনকে শহরের চকবাজার ও ষোলশহর গেট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
ওসি নেজাম উদ্দিন বলেন, ‘তারা ঘটনার মূল পরিকল্পনাকারী। সিসিটিভির ফুটেজ যাচাই-বাছাই করে এবং ঘটনার তদন্ত করে পুলিশ তাদের চিহ্নিত করেছে।’
গত ১৫ অক্টোবর চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপে হামলার ঘটনায় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ ফরিদের দায়ের করা মামলায় এখন পর্যন্ত ৮৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।