সুপ্রভাত ডেস্ক »
আগামী ৩১ ডিসেম্বর ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দেন। একই ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও।
সেই পোস্টে তিনি লিখেন, ‘প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন’। এর ঠিক কিছু আগেই আরেক পোস্টে তিনি লিখেন- ‘কমরেডস, নাও অর নেভার’ অর্থাৎ এখন না হলে কখনোই না।
শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও বর্তমানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লিখেন, “৩১ ডিসেম্বর! শহীদ মিনার, বিকাল ৩টা। এখনই সময়, বাংলাদেশের জন্য।”
প্রায় একই সময় পরপর দুটি পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে তিনি লিখেন, “কমরেডস, থার্টি ফার্স্ট ডিসেম্বর! নাও অর নেভার।” এরপর আরেকটি স্ট্যাটাসে আব্দুল্লাহ লিখেন, “প্রোক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন”, থার্টি ফার্স্ট ডিসেম্বর, শহীদ মিনার। বিকাল তিনটা।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও শনিবার রাতে পোস্ট দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর বিকেল তিনটায় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে।
ঘোষণাপত্রে কী থাকছে ?
কী থাকবে সেই ঘোষণাপত্রে এমন প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বলেন, “এই ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় থাকবে যেটার মূল বিষয় থাকবে জুলাই অভ্যুত্থানের স্পিরিট। আমরা এখন ঘোষণাপত্র প্রস্তুত করছি। শিগগিরই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।”
সদস্য সচিব আরিফ সোহেল বলেন, “আমরা যে স্পিরিট নিয়ে এই আন্দোলন করেছিলাম সেটা জাতির সামনে তুলে ধরা হবে এই ঘোষণাপত্রে। বৈষম্যহীন সমাজ গঠনে নানা সুপারিশমালাও থাকবে সেখানে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, “অভ্যুত্থান পরবর্তী কেমন রাষ্ট্র শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে সেটির বিষয় উল্লেখ থাকবে এই ঘোষণাপত্রে।”
এছাড়াও মৌলিক অধিকার ও নাগরিক অধিকার রক্ষা করবে এমন একটা রাষ্ট্রের ঘোষণা কিংবা রূপকল্প উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্রে।
এই ঘোষণাপত্র তৈরির সাথে জড়িত এক সংগঠক বলেন, “এই ঘোষণাপত্র রেট্রোস্পেক্টিভ কায়দায় ৫ অগাস্ট থেকে কার্যকর হবে।”