সুপ্রভাত বিনোদন ডেস্ক »
আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। ৯ দিনব্যাপী এই উৎসবে ৭৫ দেশের প্রায় ২৫০টি সিনেমা প্রদর্শিত হবে। এবারের উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বৃহস্পতিবার উৎসবের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়।
এশিয়ান ফিল্ম কমপিটিশন বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, এর আগে একবার আমি এই উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবছর আবারো আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করবো, আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে।
এ বিভাগের অন্যান্য জুরির সদস্যরা হলেন:
নরওয়ের চলচ্চিত্র পরিবেশক এজ হোফার্ট, চীনের চিত্রনাট্যকার ও পরিচালক ঝ্যাং ইউডি, মঙ্গোলিয়ার অভিনেত্রী মুনগুনজুল আমগালানবাতার এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড্রাগন মিলিনকোভিচ। অন্যদিকে, ওমেন ফিল্মমেকার বিভাগে বিচারকের দায়িত্ব পালন করবেন আজমেরী হক বাঁধন। এই বিভাগের অন্য সদস্যরা হলেন: লন্ডনপ্রবাসী বাংলাদেশি অভিনেত্রী ও নির্মাতা লিসা গাজী, চীনের মেই পো রেইনবো ফং এবং ইরানি অভিনেত্রী হুদা মোগাদ্দাম মানিশ।