নিজস্ব প্রতিবেদক :
করোনকালীন সংকটেও সরকারের গৃহীত তথ্য প্রযুক্তি সেবা নাগরিকদের দ্বারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল মেলা-২০২০। সরকারের তথ্য ও প্রযুক্তির বিভাগের উদ্যোগে মেলা যৌথভাবে সহযোগিতা করছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও এটুই।
রোববার ২৮ জুন থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপি মেলা চলবে ৩০ জুন পর্যন্ত। এ উপলক্ষ্যে আজ শনিবার (২৭ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘জুমে’ মেলার সার্বিক দিক নিয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করছে জেলা প্রশাসন।
মেলর বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সুপ্রভাতকে বলেন, সরকারের গৃহীত রুপকল্প ২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বিনিমাণে তথ্য প্ররুযক্তি সর্বোচ্চ ব্যবহার এবং প্রয়োগের বিষয়টি মেলায় স্থান পাবে। এছাড়াও তথ্য প্রযুক্তির বিভিন্ন সেবা নিয়ে শনিবার বেলা ১১ টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে আলোচনা করা হবে।