সুপ্রভাত ডেস্ক :
জিম্বাবুয়ের বার্ষিক মুদ্রাস্ফীতির হার বেড়ে ৮৪০ শতাংশ হয়েছে। দেশটির পরিসংখ্যান সংস্থা শনিবার এ কথা জানায়। সংস্থাটি একই সঙ্গে দেশটির অর্থনীতির করুণ দুর্দশার কথাও তুলে ধরেছে। কিন্তু দেশটির সরকার ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কথা অস্বীকার করেছে।
দক্ষিণ আফ্রিকার দেশটিতে সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সময় থেকে শুরু করে গত এক দশক ধরেই মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। এর ফলে জনগণকে তাদের ব্যয় নির্বাহে হিমশিম খেতে হচ্ছে।
দেশটির প্রেসিডেন্ট ইমার্সন মানাগাওয়া বিদ্যমান সংকট অস্বীকার করে অর্থনীতিকে চাঙ্গা করার কিছু নীতি বাস্তবায়নের ঘোষণা দেয়ার প্রেক্ষাপটে সংস্থাটি মুদ্রাস্ফীতির এ তথ্য প্রকাশ করে।
জিম্বাবুয়ের জাতীয় পরিসংখ্যান সংস্থার এক ঘোষণায় বলা হয়, দেশটিতে জুলাই মাসে মুদ্রাস্ফীতির হার ছিল ৮৩৭ দশমিক ৫৩ শতাংশ।
জুনে ছিল ৭৩৭ দশমিক ৩ শতাংশ। মাসে মাসে মুদ্রাস্ফীতি বাড়ার হার ৩৫ দশমিক ৫৩ শতাংশ। জুন থেকে জুলাইয়ে বেড়েছে ৩১ দশমিক ৬৬ শতাংশ।