আবাসিক এলাকায় বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে তড়িৎ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন নগরীর পূর্ব নাসিরবাদ, সিডিএ এভিনিউ এর জাহানবাগ/সবদর আলি আবাসিক এলাকার বাসিন্দারা।
সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে এ আবেদন জানান তারা।
এতে বলা হয় কিছুদিন ধরে এ এলাকার দুটি বাড়িতে বাণিজ্যিক প্রতিষ্ঠান এর নিকট ভাড়া দেয়ায় এলাকাটি দিন দিন অনিরাপদ হয়ে উঠছে। বিশেষ করে এলাকার মহিলা ও শিশুদের জন্য তা ক্রমে অনিরাপদ হয়ে উঠছে। ক্রমাগত বায়ু ও শব্দ দূষণের কারণে এখানকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এলাকাটি নাসিরাবাদ সিএন্ডবি কলোনি এবং আপন নিবাস এলাকার পরে প্রধান সড়কের বাম পাশে গলির ভিতর অবস্থিত। সব মিলিয়ে ৮টি বাড়ি এবং সম্পূর্ণ এলাকাটি একই সীমানা প্রাচীরের ভেতর অবস্থিত।
বর্তমানে কুরিয়ার সার্ভিস, ওষুধ কোম্পানির পণ্যের গুদাম ও বিপণন কেন্দ্র এবং কোচিং সেন্টার হওয়ায় অধিক লোক সমাগমের কারণে দিন দিন এলাকাটির পরিবেশ নষ্ট হচ্ছে।
এ অবস্থায় এলাকার বাসিন্দারা পরিবেশ বিরোধী ও বেআইনি কার্যক্রম বন্ধে প্রশাসনের নিকট আহ্বান জানিয়েছেন।
এ মুহূর্তের সংবাদ