সুপ্রভাত ডেস্ক »
জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফেরত না দেয়ার বিষয়টিকে জুলুম বলে আখ্যায়িত করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীতে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বাতিল করেছে বিগত সরকার। এখনো তা ফেরত না দেয়া জুলুমের শামিল।
তিনি আরও বলেন, আমরা চাই গণহত্যার বিচার হোক, তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হন। বিগত ১৭ বছরে সর্বোচ্চ অবিচারের অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি।
এ সময় কালো টাকা ও পেশিশক্তির প্রভাবমুক্ত ভোট উদ্যাপনে জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কার চায় জামায়াত।
সংস্কার প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি। জামায়াতে ইসলাম এসব দাবির সঙ্গে একমত। ২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামায়াত আপসহীন থাকবেও বলে জানান তিনি।