মানবদেহ নিয়ে ১০ তথ্য

জানো নাকি?

০১. মানুষের শরীরের ৭০% পানি দিয়ে গঠিত! আয়তাকার একজন পুরুষের শরীরে প্রায় ৪০ লিটার পানি থাকে।

০২. চোখের কর্নিয়া শরীরের একমাত্র অংশ যা কোন রক্তনালী ছাড়াই পুষ্টি লাভ করে।

০৩. ঘুমের সময় আমাদের মস্তিষ্ক বেশি সক্রিয় থাকে! ঘুমের সময় আমরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি এবং স্মৃতি শক্তি বৃদ্ধি পায়।

০৪. চিন্তা করার সময় আমাদের মস্তিষ্ক পরমাণু বোমা ফোটানোর চেয়ে বেশি শক্তি ব্যবহার করে!

০৫. চোখের পলক নিয়ে নেওয়া প্রতিবার মস্তিষ্ককে ১ সেকেন্ডের বিশ্রাম দেয়।

০৬. পৃথিবীর মহাকর্ষণ কম থাকলে মানুষ লম্বা হতে পারে! সাময়িকভাবে মহাকাশে যাওয়া নভোচারীরা কয়েক সেন্টিমিটার লম্বা হয়ে ফিরে আসে।

০৭. পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পেশী নয়! জিহ্বা হলো শরীরের একমাত্র পেশী যা হাড়ের সাথে সংযুক্ত নয়।

০৮. মানুষের নাকের ছাপ বিশিষ্টতার নিদর্শন! দুইজন মানুষের নাকের ছাপ ঠিক একরকম হয় না।

০৯. এক ফোঁটা পানিতে কোটি কোটি জীবানু থাকতে পারে! তবে বেশিরভাগই আমাদের জন্য ক্ষতিকারক নয়।

১০. মানুষের শরীর দিনে এক লিটার লালা উৎপাদন করে!