নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »
স্বাগতিক চট্টগ্রাম জেলা ব্যর্থ হলেও চট্টগ্রাম বিভাগ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আল আরাফাহ ইসলামী ব্যাংক ২৭তম জাতীয় যুব হকি প্রতিযোগিতার চট্টগ্রাম ভেন্যুর শেষ খেলায় গতকাল ’খ’ গ্রুপের অঘোষিত ফাইনালে চট্টগ্রাম বিভাগ ৪-১ গোলে নোয়াখালী জেলাকে পরাজিত করে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়।
এর আগে ’ক’ গ্রুপে কক্সবাজার জেলা চ্যাম্পিয়ন হয়ে চূড়পন্ত পর্ব নিশ্চিত করে। ম্যাচসেরা বিজযী দলের ওয়াসিরের হাতে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান চৌধুরী। এর আগে দুপুরে নিয়মরক্ষার খেলায় ফেনী জেলা ৩-০ গোলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে পরাজিত করে। ম্যাচসেরা কাজী সাজ্জাদের হাতে ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস হকি কমিটির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দীন নিজু।
গ্রুপ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিভাগকে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ট্রফি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য ও হকি কমিটির চেয়ারম্যান আবুল হাসেম, সম্পাদক মো. লুৎফুল করিম সোহেল, যুগ্ম সম্পাদক মকসুদুর রহমান বুলবুল, নিজাম উদ্দিন নিজু, তরুন কান্তি ভট্টাচার্য, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, রায়হান উদ্দীন রুবেল, সাইফুল আলম খান,হকি কমিটির সদস্য মহসিনুল হক চৌধুরী, মাসুদুল ইসলাম, আল মামুনুল করিম প্রমুখ।