জাতীয় বয়সভিত্তিক সাঁতারে চট্টগ্রামের সাফল্য

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ৩৪তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা পদক তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছে। চট্টগ্রাম জেলার তৌফিক একাই পাঁচটি স্বর্ণপদক এবং একটি ব্রোঞ্জপদক লাভ করে। ৮—১০ বছর বালক ক্যাটাগরিতে তৌফিক পাঁচটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জপদক নিয়ে ঐ ক্যাটাগরিতে শীর্ষ স্থান অধিকার করে। জাতীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় এটি চট্টগ্রামের সেরা সাফল্য। তিন দিনব্যাপী প্রতিযোগিতার প্রথম দুই দিনে তিনটি স্বর্ণপদক লাভ করার পর গতকাল শেষ দিনে চট্টগ্রামের তৌফিকের দুইটি ইভেন্টে ছিল। দুটি ইভেন্টেই তৌফিক স্বর্ণপদক লাভ করে।
এদিকে চট্টগ্রামের এ সাফল্যে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন সাঁতারু তৌফিক, দলের ম্যানেজার মো. রায়হান উদ্দীন রুবেল ও প্রশিক্ষক মো. এনামকে এবং সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য আছলাম মোরশেদকে অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি