ফজলে এলাহী, রাঙামাটি »
সমবেত কন্ঠে জাতীয় সংগীত গেয়ে জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী রাঙামাটি জেলা সাংসদ। ‘পথে নামে কন্ঠে ধরো-আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী রাঙামাটি জেলা সংসদের সভাপতি অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক সাগর পাল, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সভাপতি এম জিসান বখতিয়ারসহ রাঙামাটির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
রাঙামাটি উদীচী’র সভাপতি অমলেন্দু হাওলাদার বলেন, জাতীয় সঙ্গীত নিয়ে যে ষড়যন্ত্র ও তালবাহানা শুরু হয়েছে তার প্রতিবাদে আমরা আজ পথে নেমেছি। সারাদেশের মানুষ আজ একজোট হয়েছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমি রাঙামাটি পার্বত্য জেলার অধিবাসীদের অনুরোধ করবো আপনারাও এই প্রতিবাদে শামিল হোন এবং জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।