সুপ্রভাত ডেস্ক »
যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনিস্টিটিউটে ভর্তি ৬ জনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর মহাপরিচালক ডা. মো. আবু জাফর।
শুক্রবার (২৫) দুপুরে জাতীয় বার্ন ইনিস্টিটিউটে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
ব্রিফিংয়ে হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নাসির বলেন, চিকিৎসাধীন ১৫ জন বাড়ি যাওয়ার মতো সুস্থ। তাদের পর্যায়ক্রমে রিলিজ দেয়া হবে।
তিনি আরও বলেন, চার থেকে পাঁচদিন পর থেকে অগ্নিদগ্ধ রোগীদের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বিদেশি ডাক্তাররা আমাদের চিকিৎসা পদ্ধতির সাথে একমত পোষণ করেছেন। রোগীদের অবস্থা আরেকটু স্থিতিশীল হলে তাদের বিদেশে নেয়ার বিষয়টি সামনে আসবে। তবে এই মূহুর্তে তাদের বাহিরে নেয়ার বিষয়ে বিদেশি চিকিৎসকরা কিছু বলেননি।