জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করার দাবি জামায়াতের

সুপ্রভাত ডেস্ক »

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে নির্বাচনের পরিবেশ এখনও নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

আজ বুধবার (৬ আগস্ট) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

জামায়াতের নায়েবে আমির বলেন, জুলাই ঘোষণাপত্রে দেশের জনগণের পত্যাশা পূরণ হয়নি। একটি অপূর্ণ ঘোষণাপত্র দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ ঘোষণাপত্র কখন, কীভাবে বাস্তবায়ন হবে, তা এখনও অস্পষ্ট।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকারের কাছে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের যে সিদ্ধান্ত, তা জনআকাঙ্ক্ষার পরিপন্থী। তিনি যোগ করেন, নির্বাচনের সে টাইমলাইন দেয়া হয়েছে, সেটি জুলাই সনদ অনুযায়ী হতে হবে।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় সংসদের সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার পাশে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

পরে জুলাই ঘোষণাপত্র নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করে জামায়াতে ইসলামী।

এদিন রাত ৮টার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ইঙ্গিত দেন।