নিজস্ব প্রতিবেদক »
পৌর জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং প্রায় তিন কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ বিভাগীয় কন্ট্রোল রুমের কর্মকর্তা কফিল উদ্দিন।
কফিল উদ্দিন সুপ্রভাতকে বলেন, ‘জহুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি ফায়ার স্টেশনের ১২টি গাড়ি অগ্নি নির্বাপণে কাজ করেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে নির্দিষ্ট করে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আনুমানিভাবে ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার মালামালও উদ্ধার করা হয়।’
অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে ১১টি দোকান পুড়ে গেছে। মূলত কাপড়ের দোকান হওয়াতে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে অতিরিক্ত ধোঁয়ার কারণেও কাজে কিছুটা বেগ পেতে হয়েছে।’
এ বিষয়ে কোন তদন্ত কমিটি গঠন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’