জয়ের কৃতিত্ব গোটা দলের

সুপ্রভাত স্পোর্টস ডেস্ক »

নাজমুল হোসেন শান্ত তাঁর জন্মদিনে পাকিস্তানের মাঠে অধিনায়ক হিসেবে পেলেন ঐতিহাসিক এক জয়। অতীতে কখনো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় পায়নি বাংলাদেশ। এবার পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ১০ উইকেটের বড় ব্যবধানে হারাল টাইগাররা।

বাংলাদেশ দলের বডি ল্যাঙ্গুয়েজই ছিল অসাধারণ। দলের সবাই নিজের কাজটা করেছে ভালোভাবেই, তাই জয় পেতে অসুবিধা হয়নি। ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেন, “এটা খুব বড় জয়। শনিবার রাতে আমার স্ত্রীর সঙ্গে ফোনে কথা হচ্ছিল। ও বলছিল, ম্যাচ জিততে পারলে খুব ভাল হত। সেটাই হয়েছে। নিজেদের উপর বিশ্বাস ছিল। শেষ ১০-১৫ দিন ভাল প্রস্তুতি করেছি। সেটাই কাজে লেগেছে।”

এই জয়ের কৃতিত্ব বিশেষ কাউকে নয়, গোটা দলকে দিচ্ছেন শান্ত। তিনি বলেন, “শাদমান প্রথম ইনিংসে ভাল ব্যাট করেছে। ব্যাটে-বলে ভাল খেলেছে মেহেদি। আর মুশফিকুরের কথা আর কী বলব? ও নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। শাকিবও নিজের কাজ করেছে। এই জয়ের কৃতিত্ব আমি আলাদা করে কাউকে দেব না। দলের সকলে মিলে ভাল খেলেছে বলেই জিতেছি আমরা।”