জনসচেতনতামূলক স্লোগানকে নিয়ে ১৫০ কিলোমিটার পথ পাড়ি

সুপ্রভাত ডেস্ক »

চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন রোভার স্কাউটসের চার সদস্য রিমেল, নিলয়, কালাম ও জয়াশীষ। কক্সবাজার পৌঁছাতে তাদের পাড়ি দিতে হবে ১৫০ কিলোমিটার সড়ক পথ।

বিদ্যুৎ অপচয় রোধ, দুর্নীতির বিরুদ্ধে, তথ্য প্রযুক্তি সম্পর্কে, সড়ক দুর্ঘটনা রোধে করণীয় ও স্কাউট আন্দোলন সম্পর্কে, বাল্যবিবাহ বন্ধে, প্লাস্টিক বর্জন এবং পলিথিনের বিকল্প ব্যবহারের প্রচারণা নিয়ে পায়ে হেঁটে কক্সবাজারের পথে রওনা হয়েছেন তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে শুরু হওয়া তাদের এ পরিভ্রমণ ২৭ ফেব্রুয়ারি কক্সবাজার জেলা পরিষদে গিয়ে শেষ হবে।

এ সময় গাছবাড়িয়া সরকারি কলেজ, লোহাগাড়া উপজেলা পরিষদ, চকরিয়া কোরক বিদ্যাপীঠ ও রামু উপজেলা পরিষদে যাত্রাবিরতি, রাত্রিযাপন করবেন তারা।

জনসচেতনতামূলক বিভিন্ন স্লোগানকে সামনে রেখে এ পরিভ্রমণ করেছেন বোয়ালখালীর ঘাসফুল মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার রিমেল বড়ুয়া, এহছানুল হক নিলয়, স্যার আশুতোষ সরকারি কলেজের রোভার রায়হানুল কালাম এবং গাছবাড়িয়া সরকারি কলেজের রোভার জয়াশীষ সূত্রধর।

স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের যুগ্ম সম্পাদক মো. আবু সালেহ বলেন, প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস) অর্জনের লক্ষ্যে রোভার স্কাউট প্রোগ্রামের পরিভ্রমণ ব্যাজ অর্জনের জন্য পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়।

পরিভ্রমণের যাত্রা শুরুর সময় চট্টগ্রাম কলেজে উপস্থিত ছিলেন স্কাউটস জেলা রোভারের যুগ্ম সম্পাদক মো. আবু সালেহ, অফিস সহকারী রোভার মাসুদ আহমেদ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট আব্দুল্লাহ আল নোমান, গার্ল ইন রোভার উম্মে হাবিবা আইরিন ও পরিভ্রমণকারী রোভার রায়হানের পিতা আবুল কালাম।