সুপ্রভাত ডেস্ক »
জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীর।
বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় তিনি আহ্বান জানান। তথ্য অধিদপ্তরের কার্যক্রম অধিকতর দৃশ্যমান করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মো. নিজামূল কবীর বলেন, রাজনৈতিক সরকারের প্রচারের প্রেক্ষাপট এবং বর্তমান সরকারের প্রচারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। বিষয়টি বিবেচনায় নিয়ে তথ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে সংযুক্ত জনসংযোগ কর্মকর্তারা কাজ করছে। সরকারের কার্যক্রম জনগণের কাছে দৃশ্যমান করতে তিনি তথ্য অধিদপ্তরের কর্মকর্তাসহ জনসংযোগ কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তথ্য অধিদপ্তর আয়োজিত এ আলোচনা ও মতবিনিময় সভায় কয়েকজন জনসংযোগ কর্মকর্তা প্রচার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। এসময় সীমাবদ্ধতাসহ সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
মতবিনিময় ও আলোচনা সভায় তথ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।