জননেতা আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে আসছে আজ

নিজস্ব প্রতিবেদক
বীর মুক্তিযোদ্ধা, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জননেতা আব্দুল্লাহ আল নোমানের মরদেহ আজ বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামে আনা হবে।
বিকেল সাড়ে তিনটায় মরদেহবাহী হেলিকপ্টারটি চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে অবতরণ করবে। বিকেল পাঁচটায় মরহুমের মরদেহ দশণার্থীদের জন্যে নগরের ভিআইপি টাওয়ার তাঁর বাসভবন প্রাঙ্গণে রাখা হবে।
আগামীকাল শুক্রবার সকাল আট থেকে নয়টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয় প্রাঙ্গণে শুধুমাত্র বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দর্শনের জন্যে রাখা হবে। সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি প্রাঙ্গণে শুধুমাত্র বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের দর্শনের জন্যে রাখা হবে। সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত নাসিমন ভবন দলীয় কার্যালয় মাঠে দশণার্থীদের জন্যে রাখা হবে এবং বাদ জুমা নগরের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সবশেষে বাদ আসর রাউজান গহিরা হাইস্কুল মাঠে মরহুমের শেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে তিনি ঢাকার ধানমন্ডির বাসায় অসুস্থ বোধ করলে তাঁকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ৬টায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।