নিজস্ব প্রতিবেদক »
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণের পাশাপাশি জঙ্গি, মাদক ও সাইবার ক্রাইমের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জোরালো তৎপরতা ব্যাপক প্রশংসিত হয়েছে। এ ইউনিটের কিছু উদ্ভাবনী কার্যক্রম, যেমন ‘আইজ্ অব সিএমপি’, ‘আমার গাড়ি নিরাপদ’ প্রতি থানায় লাইব্রেরি প্রতিষ্ঠা ইত্যাদি সকল শ্রেণির মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, জনগণের পুলিশ হতে হবে। জনগণের পুলিশ হওয়ার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ প্রতিনিয়ত বিভিন্ন সৃজনশীল কার্যক্রম পরিচালনা করছে।
গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের মানুষ আইনশৃঙ্খলার প্রতি অনুগত। তারা সবসময় সুশৃঙ্খল। আইনশৃঙ্খলার যাতে সমন্বয় থাকে এজন্য চট্টগ্রামের মানুষ পুলিশকে সহযোগিতা করে আসছে। করোনাকালে যখন মানবিকতার যখন চরম বিপর্যয় ঘটেছিল, তখনো সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সিএমপি পুলিশ নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
বিশেষ অতিথির বক্তব্যে সিএমপি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বন্দরনগরী খ্যাত চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৯৭৮ সালের ৩০ নভেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। চট্টগ্রাম বন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তাসহ নগরীর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপির প্রতিটি পুলিশ সদস্য ঐকান্তিক চেষ্টা করে যাচ্ছে। পুলিশ ও জনতার অংশীদারত্বের মধ্য দিয়ে সামাজিক সমস্যা চিহ্নিত করে তা নিরসন করা সিএমপির অন্যতম কর্মকৌশল।’
তিনি আরও বলেন, ‘কর্ণফুলী নদীর দুই পাড়ে চীনের সাংহাইয়ের আদলে ‘ওয়ান সিটি টু টাউন’ গড়ে তুলতে নির্মিত হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রথম টানেল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। টানেলটি নির্মাণ কার্যক্রমের শুরু থেকে এই পর্যন্ত সিএমপি এটির সার্বিক নিরাপত্তা তদারকিসহ ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে কাজ করে আসছে। ভবিষ্যতেও এই টানেলের নিরাপত্তাসহ কর্ণফুলী নদীর দুই পাড়ের সামগ্রিক নিরাপত্তায় সিএমপি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।’
অনুষ্ঠানে কেক কেটে সিএমপি’র ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক পুলিশের (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরপর সিএমপি’র আয়োজিত বিভিন্ন সেবামূলক স্টল পরিদর্শন করেন তিনি। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এমপি, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।