জওশন আরা রহমান আর নেই

সুপ্রভাত ডেস্ক »

ভাষা আন্দোলন নিয়ে লেখা প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসীর দাবি নিয়ে এসেছি…’ ‘কাঁদতে আসিনি ফাঁসীর দাবি নিয়ে এসেছি…’র রচয়িতা কবি মাহবুব উল আলম চৌধুরীর জীবনসঙ্গী বরেণ্য লেখক জওশন আরা রহমান আর নেই।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ মাগরিব জওশন আরা রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্তানে স্বামীর কবরে শায়িত করা হবে তাকে।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পর মাহবুব উল আলম চৌধুরী ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ লেখেন। ভাষা শহীদদের স্মরণে লেখা কবিতাটি আজও ফিরে আসে মানুষের অনুপ্রেরণা হিসেবে।

জওশন আরা ১৯৩৬ সালের ১৯ অক্টোবর চট্টগ্রাম জেলার লোহাগড়ার চুনতী গ্রামের মুন্সেফ বাড়িতে জন্ম নেন। ১৯৫৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক পাস করেন তিনি।

১৯৭৯ সালে জওশন আরা ইউনিসেফের মহিলা কর্মসূচির প্রধান হিসেবে যোগ দেন। পরে তিনি প্লানিং ও মনিটরিং বিভাগের প্রধানের দায়িত্ব পান।

অবসরে যাওয়ার আগে কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সিতে (সিআইডিএ) কর্মরত ছিলেন জওশন আরা।

তার স্মৃতিকথা ‘একটি অজানা মেয়ে’ -বইটি নারীদের পড়া উচিত বলে মনে করেন অনেকে।

জওশন আরা রহমানের স্বামী ভাষা সৈনিক ও সাহিত্যিক কবি মাহবুব উল আলম চৌধুরী ২০০৭ সালের ২৩ ডিসেম্বর প্রয়াত হন।