ছড়াকার, গল্পকার, প্রাবন্ধিক ও সাংবাদিক খন্দকার আখতার আহমদ গতকাল ২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টা ৩১মিনিটে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯। তিনি স্ত্রী ও দুই মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর কদম মোবারক মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়।
চট্টগ্রামের প্রথম ছড়া লিটল ম্যাগাজিন ‘ছড়া সাম্প্রতিক’ ও একুশের সংকলন ’ফাল্গুনের ফুল’ সম্পাদক এবং তৎকালীন দৈনিক মিছিলের সিনিয়র সাংবাদিক খন্দকার আখতার আহমদ ব্যাংকার মরহুম কে টি আহমেদ, দৈনিক আজাদীর সিনিয়র সহ-সম্পাদক মরহুম তফজ্জল আহমদ এবং আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মোসতাক খন্দকারের ভাই। বিজ্ঞপ্তি