নিজস্ব প্রতিবেদক »
বাসায় ছারপোকা। দুই বোন এক সাথে সারা ঘরে ছারপোকা মারার ওষুধ ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পরে খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাতে হঠাৎ অসুস্থবোধ করলে চমেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুই বোনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর ইপিজেড থানার বন্দরটিলার আয়শার মার গলি লেদাইয়ার ভাড়া ঘরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাহিমা আক্তার (২৪) ও ফজিলা আক্তার। তারা একই এলাকার মো. ইদ্রিস আলীর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান। তিনি বলেন, ‘ছারপোকা মারতে রাতে ঘরে দু বোন ওষুধ দিয়েছিলেন। এরপর ভাত ও ডালিম খেয়ে নেন। হঠাৎ রাতে তারা অসুস্থবোধ করে। পরে বমি করছিলেন। অবস্থার অবনতি হলে সকালে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল তারা মারা যান’।