সুপ্রভাত ডেস্ক :
অনেক দিন থেকেই চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিচ্ছেন এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে নানা কারণে তা আর হয়ে উঠছে না।
এবারও দিলেন একই রকমের ইঙ্গিত। তবে পোক্তভাবে।
প্রকাশ করলেন নতুন ছবির একটি লুক। যা দেখে শাবনূর ভক্তদের মধ্যে আনন্দের বান। মানে প্রিয় নায়িকা ফিরছেন চলচ্চিত্রে। ছবির নাম ‘অপরাজিতা’। যা পরিচালনা করছেন শাহরিয়ার অনিক।
মঙ্গলবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নতুন ছবির ঘোষণা দিয়েছেন শাবনূর।
দীর্ঘদিন ধরেই তিনি পর্দার আড়ালে রয়েছেন। বেশ কয়েক বছর ধরেই একমাত্র সন্তান আইজানকে নিয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। তাই ভক্তরা ছবির নতুন লুকে বেশ আপ্লুত।
পোস্টারে দেখা যায়, ঘোমটার আড়ালে ক্ষত-বিক্ষত এসিডদগ্ধ মুখের একপাশ।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, ‘‘দীর্ঘ বিরতির অবসান! পরিস্থিতি স্বাভাবিক হলে ‘অপরাজিতা’ হয়ে আসবো আপনাদের মাঝে! সবার দোয়া প্রার্থী।’’
এখন অপেক্ষার পালা, কবে ফিরছেন নব্বই দশকের সেরা এই নায়িকা!