উড়েই দেখো
আলমগীর কবির
আমি কিন্তুু উড়তে পারি আমার দুটি ডানা আছে,
কী বললে কী বন্ধু তোমার উড়তে বুঝি মানা আছে?
আমার দুটি রঙিন ডানায় স্বাধীনতায় উড়ি আমি,
তেপান্তরের বাঁক পেরিয়ে নীল আকাশে ঘুরি আমি!
নতুন ভোরে আলোর খোঁজে সবার আগে ছুটি আমি,
ঘ্রাণ ছড়াতে ফুলের বনে ফুলের কাছে জুটি আমি!
ফুল বিস্ময়ে চেয়ে বলে এমন সুবাস পেলে কোথায়,
কোন বা ফুলের বনে পাবো এমন ফুলেল ছেলে কোথায়?
পাখির দলে মিশে যেতেই বললো তারা সুরের পাখি!
কত নদী বন পেরুলে তুমি কত দূরের পাখি?
প্রজাপতি অবাক হয়ে বলে ডানা পেলে কই?
একটু থামো ছুটলে ডানায় আলো তুমি জ্বেলে কই?
এত যে রং কোথায় পেলে তুমি তোমার ডানায় বলো!
ঘরের কোণে বন্দি থাকা বন্ধু আমার মানায় বলো?
সকাল দেখো করছে ফেরি রঙিন আলো থোকা থোকা,
তোমার ডানা কোথায় পাবে প্রশ্ন তোমার বোকা বোকা!
আলোর দেখা চাও পেতে চাও আলোর চাবি রাতেই আছে!
উড়েই দেখো বন্ধু তুমি তোমার ডানা সাথেই আছে!
বর্ষায়ও সুখ আসে
স্বপন শর্মা
রিনিঝিনি টাপুরটুপুর, সকাল দুপুর ঠিক
বর্ষা এলে শুনতে থাকি—এমন চারিদিক
বিলের জলে ভেলার বৈঠা পড়ছে টপাটপ
মনের সুখে মাছরাঙা-বক গিলছে গপাগপ।
সকাল থেকে দাদীর মুখে জলের উপাখ্যান
কেমন করে বর্ষাকালে ভাঙে বকের ধ্যান।
কতটুকু, জল হলে ঠিক —স্বর্গ পাবেন ব্যাঙ
গভীর জলে কখন লাফায় পাবদা পুঁটি চ্যাং।
হুড়মুড়ে মুড় উঠল ডেকে পুব আকাশে যেই
মাছগুলো তার গতিবিধি হারিয়ে ফেলে খেই।
আবার যখন পড়তে থাকে —টাপুরটুপুর টুপ
শিকারীর ফাঁদ জলের মুখে বসে আছে চুপ।
পড়ছে ধরা ঝাঁকে ঝাঁকে— ছোট বড় মাছ
চোখে মুখে খেলে ওদের খুশির রেখার নাচ
বর্ষায় যেমন দুঃখ আছে, সুখও আছে ঠিক
দুঃখের চেয়ে সুখটা কভু— হয়না মানবিক!
পাহাড় কন্যা
ফেরদৌস জামান খোকন
পাহাড় থেকে আসছি নেমে
গিরিকন্যা সবাই বলে,
আমার মতো চলছি আমি
দেখব ঘুরে নানান ছলে।
সাগর নদী পাহাড় বন
সব ছাড়িয়ে চলছি আমি,
আমার কাছে আমিই সেরা
নিজকে ভাবি অনেক দামি।
বাতাস বহে নদীর পাশে
সেথায় গিয়ে চুপটি করে,
চিন্তা করি ছুটবো আমি
খুব সকালে ভীষণ জোরে।
চলতি পথে আমার চোখে
দেখছি আমি হাজার কিছু,
গিরিকন্যা নামটি বলে
নেয় না কেউ আমার পিছু।
ভাঙা গড়ার এই খেলাতে
খেলছি আমি নানান খেলা,
ছুটে চলাই আমার কাজ
কাটছে জানি এমন বেলা।
বর্ষাকালে
উৎপলকান্তি বড়ুয়া
বর্ষাকালে বৃষ্টি এলো ফর্সা আকাশ নেই
পাতার বুকে জলের ফোঁটা নাচে তাধেই ধেই।
বর্ষাকালে বৃষ্টি এসে পথ ঘাট যায় ভিজে
গাঁয়ের পথে চলতে কাদায় কষ্ট-জ্বালা কী যে!
বর্ষাকালে বৃষ্টি ঝরে রোদ ওঠে না পুবে
তাইতো সাঁঝে সূর্য মামার হয় না যেতে ডুবে!
বর্ষাকালে ছাতা মাথায় ইশকুলে যায় খোকা
ফল বাগানে ঝুলছে কেমন আম ও জামের থোকা।
বর্ষাকালে বৃষ্টি জলে নদীর ভরে বুক
খালে বিলে ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙের গলায় সুখ।
বর্ষাকালে খেলা-ধুলা বন্ধ বারণ-ফাঁদ
মায়ের হাতে রান্না করা ডাল খিচুড়ির স্বাদ!
বর্ষাকালে বৃষ্টি ভেজা কা কা ডাকে কাক
পুকুর জলে খুশির মেলা রাজহংসের ঝাঁক।
বর্ষাকালে বস্তিবাসীর দুখ-সীমা যায় ছাড়ি
সামর্থজন চাইলে সবাই হাত বাড়াতেই পারি।