হতাম যদি
রেবেকা ইসলাম
আহা যদি হতাম কোনো উদাস ভবঘুরে
শব্দমাখা শহর ছেড়ে চলে যেতাম দূরে
ধূসর-সাদা মেঘের সাথি সবুজ পাহাড়চূড়ে
মনের যত দুঃখ ব্যথা হাওয়ায় যেত উড়ে।
দুচোখ বুঁজে টেনে নিতাম সবুজ শোভার ঘ্রাণ
শুনে যেতাম ভোরের আলোয় নীলাকাশের গান
দূরে কোনো ঝরনাধারার সূক্ষ¥ কলতান
মিলিয়ে যেত মনের যত লুকিয়ে থাকা মান।
মাঝদুপুরে মেখে নিতাম আলতো রোদের রেশ
বৃষ্টি এলে পাগল হতো আকুল হৃদয়দেশ
রঙধনুর ওই মিঠে রঙে রঙিন হতো বেশ
উধাও হতো মনের যত নিকষ কালো ক্লেশ।
উদাস কোনো ভবঘুরে সত্যি হতাম যদি
চলে যেতাম ফেলে ঘরের আরামদায়ক গদি
বন্ধু হতো আকাশ, বাতাস, ঝরনা, পাহাড়, নদী
খুশির ধারা বুকে আমার বইত নিরবধি।
মাঠের মজা
আলমগীর কবির
কে বানিয়ে দিলেন ঘুড়ি নিজের হাতে বাবা,
বাবা এমন ঘুড়ি বানান যায় কখনো ভাবা!
বিকেল বেলা পেলাম আমি আমার শখের ঘুড়ি,
লম্বা লেজের লাল ঘুড়িটার না মেলে আর জুড়ি!
লাটাই সুতো সবই আছে কিন্তুু বিপদ হলো,
শখের ঘুড়ি কই উড়াবো তোমরা ভেবে বলো?
খুঁজে খুঁজে মাঠ না পেলাম দালান কোঠার ভিড়ে,
অলি গলি পার হয়ে তাই বাসায় এলাম ফিরে।
ইচ্ছে আমার ঘুড়ির সাথে পাল্লা দিয়ে উড়ি,
মা বললেন, ছাদে উড়াও তোমার শখের ঘুড়ি।
ছাদে ঘুড়ি উড়ালে কি মাঠের মজা পাব,
বিকেল বেলা খেলার জন্য বলো কোথায় যাব?
চাঁদের বুড়ি
শারমিন নাহার ঝর্ণা
খোকন সোনা বলছে ডেকে
শোনো চাঁদের বুড়ি,
তোমার কাছে আছে নাকি
অনেক সুতার ঝুঁড়ি।
আমার একটি ঘুড়ি আছে
একটু সুতা দিও,
আমায় তুমি আপন ভেবে
বন্ধু করে নিও।
তোমার সুতায় আমার ঘুড়ি
উড়বে আকাশ পানে,
চাঁদের দেশে যাবো ছুটে
তোমার মায়ার টানে।
চাঁদের দেশে মুচকি হেসে
উড়বে আমার ঘুড়ি,
শুনছো নাকি আমার কথা
ওগো চাঁদের বুড়ি?
নতুন বছর
নকুল শর্ম্মা
নতুন বছর নতুনের ডাক
এলো নতুন করে,
শপথ করো পিছন পানে
রইবো না কেউ পরে।
যাক দূরে সব ব্যথার পাহাড়
মনের দুয়ার থেকে,
আনন্দেতে খুশির জোয়ার
সবার ঘরে রেখে।
ভালোবাসায় বরণ করে
নতুন দিনের আলো,
প্রভাত আলোয় যাক ঘুচে সব
যতো আঁধার কালো।
সবার মুখে ফুটুক হাসি
নতুন বছর ঘিরে,
এমন করেই নতুন আশা
আসুক ফিরে ফিরে।
বৈশাখের বাঙালি
টিপলু বড়ুয়া
বৈশাখের বাঙালি আমরা
বৈশাখী গান গাই,
বৈশাখ এলে তাই
পান্তা ইলিশ খাই।
বৈশাখ এলে বাংলা-বাংলা
এরপরে সব ভুলি,
ইংরেজি আর হিন্দি শিখে
হারাই মায়ের বুলি।
কেউ করছে বর্ষবরণ
বাংলাকে ভালোবেসে,
কেউ বলছে অপসংস্কিৃতে
দেশটা বয়ে গেছে।
বৈশাখের বাঙালি আমরা
ইংলিশ বেশি বুঝি,
নববর্ষকে বাদ দিয়ে তাই
নিউ ইয়ার খুঁজি।
নতুন বর্ষে
আনোয়ারুল ইসলাম
বছর ঘুরে এল ফিরে
আগমনী সুর
নববর্ষ নববর্ষ
আকাশ সমুদ্দুর।
চৈচত্র শেষে বোশেখ এসে
হলো শুরু বর্ষ
নববর্ষে নবরূপে
আসুক মনে হর্ষ।
দেশ-বিদেশে ছড়াক হাসি
সবার মনে মনে
বিভেদ ভুলে মনটা খুলে
চলব সবার সনে।
মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধে
এই আমাদের ধরা
সম্প্রীতি আর সৌহার্দে
পাই যেন পাই ভরা।
ধনী গরীব নির্বিশেষে
বাধবো সুখের ঘর
মিলেমিশে থাকি যেন
সারা জনম ভর।
সুখে দুখে থাকব পাশে
চলব সবার সনে
সাম্য দিয়ে গড়বো ধরা
এই প্রতিজ্ঞা মনে।