ছড়া ও কবিতা

আমি বাড়ির ছোট ছেলে

সনজিত দে

যখন আমার আনন্দে খুব ভালো সময় কাটে
তখন আমার ইচ্ছেগুলো পেছন পেছন হাঁটে।
কেনাবেচার সওদা করি সুনাম বজায় রেখে
বন্ধুরা তো আমার কাছে ব্যবসাপাতি শেখে।

কিন্তু যখন এমন সময় ঘরে ঝগড়া বাধে
মা ও বাবার ঝগড়া শেষে মা কেবলই কাঁদে।

তখন আমার ভাল্লাগে না বুক ফেটে যায় রাগে
ইচ্ছেটা হয় সব ভেঙে দিই কোথাও যাবার আগে।
ঠাণ্ডা রাখি মেজাজটাকে ঝগড়াঝাঁটির শেষে
ঘরের সবাই খাবার খেতে উপস্থিত হয় এসে।

টেবিল জুড়ে খাবার দাবার মন ভালো নেই কারো
মা ও বাবা তোমরা এবার ঝগড়াঝাঁটি ছাড়ো।
আমি বাড়ির ছোটো ছেলে মন মতো ঠিক হলে
শুনবে আমার কথা তোমরা দেবে না কান মলে?
শুনো তবে তোমরা বড়ো
তোমরা যদি ঝগড়া করো

আমরা ছোটো উঠব বেড়ে তোমাদেরকে দেখে
ছেলে-মেয়ে মা ও বাবার কাছ থেকে ঠিক শেখে।
কী রে খোকন, এতো কথা শিখলি কোথা থেকে?
পণ করেছি ঝগড়া নয় আর টেবিলে হাত রেখে।
মন খারাপকে ছুটি দিয়ে
বন্ধু-বান্ধব সঙ্গে নিয়ে

ইচ্ছেপূরণ মনটা আমার বেড়ায় হাওয়ায় উড়ে
ইচ্ছে হলে আসব ঘুরে ঠিক যে পাতালপুরে।

 

আমি কেন

আনোয়ারুল হক নূরী

ডাকছে আমায় উছলে পড়া
নদীর ঢেউয়ের পাহাড়।
আমিও বেশ উন্মনা হই
জলভরা এই নদীর পেটে
বুকভরা তার আহার।
ডাকছে আমায় সন্ধ্যাতারা
জোনাক ঝিঁঝিঁর বন।
ছন্নছাড়া ছেলে কে চায়
ভরিয়ে দিতে মন।
একটু শোন, জোনাক ঝিঁঝি
উদাস ছোটা নদী।
বলতে পার যদি,
ডাকছো কেন দূর ইশারায়
কি-ই বা এমন কারণ?
দূরে কোথাও যাওয়া আমার
মায়ের আছে বারণ।
বলল নদী আমি জানি
তুমি উছল বালক।
খেলতে পার পেলে আমার
ঢেউয়ের ঝরা পালক।
তোমরা তো ভাই ছুটছো দেখি
যে যার ঘরের জন্য।
আমি কেন ঘরটা ছেড়ে
হবো আবার বন্য।

 

আমার দেশ

অপু বড়ুয়া

আমার দেশ পাখির দেশ ধানের দেশ
আমার দেশ নদীর দেশ গানের দেশ।

আমার দেশ ফুলের দেশ গাছের দেশ
আমার দেশ ফলের দেশ মাছের দেশ।

আমার দেশ পানের দেশ পাটের দেশ
আমার দেশ সোজন বেদের ঘাটের দেশ।

আমার দেশ ডুগডুগি একতারার দেশ
আমার দেশ নিসর্গে মন হারা দেশ।

আমার দেশ শিল্পী কবি ছড়ার দেশ
আমার দেশ মুক্ত জীবন গড়ার দেশ।

আমার দেশ হাজার ফুলের ঘ্রাণের দেশ
এিশ লক্ষ শহীদ স্বজন প্রাণের দেশ।