হলুদ পরি
শাহজালাল সুজন
লাল হলুদে বইছে যেনো
বসন্তেরই ঘ্রাণ,
চাঁদ কপালে তারার ঝলক
দেখে জুড়ায় প্রাণ।
মেঘের শাড়ি গায় জড়িয়ে
আসে পরির দল,
সুবাস মাখা ফুল কাননে
পাখির কোলাহল।
ডানা মেলে ঘুরে বেড়ায়
হাতে নিয়ে ফুল,
কখনো বা লাজুক লতায়
কানে পরে দুল।
আয় রে তোরা জলদি করে
ধরি পরির হাত,
হলুদ পরির ডানায় চড়ে
দেখি ফাগুন রাত।
অ আ ক খ
শাহীন খান
অ আ ক খ বুকের ধ্বনি
মায়ের হাসি মুখ
চন্দ্র-তারা চোখের মনি
ফুল সে তো কিংশুক।
অ আ ক খ বোনের আশা
বাবার জায়নামাজ
হৃদয় জুড়ে ভালোবাসা
এবং কারুকাজ।
অ আ ক খ বাঁশের বাঁশি
ফাগুন দিনের গান
ছোট্ট খোকার নিটোল হাসি
ছন্দ অফুরান।
অ আ ক খ রফিক শফিক
বুলেট ছিদ্র বুক
মিশে আছে দেশ ও দশদিক
আহা কি যে সুখ!
ফাগুন এলো
মাসুম হাসান
রৌদ্রছায়া দক্ষিণ হাওয়ায়
দোল-দোলা-দুল ফুলবনে –
রং ছড়ালো পলাশ-শিমুল
নীল ভ্রমরার গুঞ্জনে।
দুষ্টু কোকিল মিষ্টি সুরে
ডাকছে কুহু ডাকছে –
শাখায় শাখায় আম্রমুকুল
পাতার ফাঁকে হাসছে।
ঝরা পাতার মর্মরে
নৃত্যপাগল ছন্দরে –
ফাগুন এলো ফাগুন এলো
সোনার গাঁয়ের বন্দরে।
হরিণ
সজীব মালাকার
দল বেধেঁ হরিণেরা
বাস করে বনে,
নিরীহ শান্ত তারা
আনন্দ মনে।
করেনা ক্ষতি কারো
শান্ত স্বভাব,
ঘাস পাতা খেয়ে বাঁচে
নেইতো অভাব।