চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত’র ডেপুটি মিরাজ

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় দায়িত্ব পেলেন তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। পুরো আসরজুড়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মিরাজকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সহ-অধিনায়ক হিসেবে গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড মেহেদী হাসান মিরাজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এর জন্য সহ-অধিনায়ক হিসেবে মনোনীত করেছে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশের হয়ে ১০৩টি ওয়ানডে খেলেছেন এবং সাম্প্রতিক সময়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন।’
মিরাজের নেতৃত্বে ক্যারিবীয় সফরে অবশ্য কোনো ম্যাচ জিততে পারেনি ওয়ানডে দল। এর আগে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েও ছিলেন জয়হীন। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে মিরাজকে ‘ক্যাপ্টেন ম্যাটেরিয়াল’ হিসেবেই দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়কের ডেপুটি করা হলো তাকে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সাথে দুবাই যাচ্ছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ- এবার আনুষ্ঠানিক বিবৃতিতে তা নিশ্চিত করল বিসিবি। বিবৃতিতে জানানো হয়, ‘পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ অনুশীলনের জন্য দলের সাথে দুবাই যাবেন।’ বাংলাদেশ গ্রুপ পর্বে যে তিনটি ম্যাচ খেলবে তার প্রথমটি দুবাইয়ে, ভারতের বিরুদ্ধে। ঐ ম্যাচ শেষ করে দল পাকিস্তানে উড়াল দিবে, হাসান ও খালেদ তখন দেশে ফিরে আসবেন- জানিয়েছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দ্বিতীয় ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের সাথে। ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাওয়ালপিন্ডিতেই স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবেন শান্ত-মিরাজরা। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর তিনটায়।