‘চৌধুরী এনজি মাহমুদ কামাল ছিলেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ’

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, ’৭৫ পরবর্তী দুর্বিনীত দুঃসময়ে যারা ুদলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের মধ্যে প্রয়াত চৌধুরী এনজি মাহমুদ কামাল ছিলেন অন্যতম। তিনি আরো বলেন, আমাদের পূর্বসূরীদের রাজনীতিক ত্যাগ-তিতিক্ষা স্মরণ রেখে নতুনদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের দ্বাদশ সংসদীয় নির্বাচনকে সামনে রেখে আত্মশুদ্ধির মাধ্যমে মানুষের ঘরে ঘরে যাবেন। যাতে নৌকার কোন অমর্যাদা না হয়। তিনি গতকাল থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চৌধুরী এনজি মাহমুদ কামালের ৩১তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন এনজি মাহমুদ কামালের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, তিনি পারিবারিকভাবে আমাদের খুব কাছের মানুষ ছিলেন। তাঁর এই স্মরণ সভা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হওয়ায় আমি প্রাণিত। চৌধুরী এনজি মাহমুদ কামাল একজন বিনয়ী, সদালোপী এবং সর্বোপরী একজন পরিচ্ছন্ন ও সুদর্শন রাজনৈতিক নেতা ছিলেন।

তিনি আগামী ৪ঠা ডিসেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমণ এবং ঐতিহাসিক পলোগ্রাউন্ডে অনুষ্ঠিতব্য সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রতিটি থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করে বলেন, অত্যন্ত শৃঙ্খলভাবে আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ তাঁকে বরণ করবো।
গতকল বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য চট্টগ্রাম শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সতীর্থ চৌধুরী এনজি মাহমুদ কামালের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি একথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, পরিবারের সদস্য ডা. মঈনুল ইসলাম মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ। বিজ্ঞপ্তি
দপ্তর সম্পাদক হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সাইফুদ্দীন খালেদ বাহার, থানা আওয়ামী লীগের আলহাজ্ব সাহাব উদ্দীন আহমেদ, মোঃ মঈনুদ্দীন, কেন্দ্রীয় মহিলা শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিসেস রুবাব আহসান, ওয়ার্ড আওয়ামী লীগের মোসলেম উদ্দীন, ফয়জুল্লাহ বাহাদুর, মরহুম প্রয়াত নেতার সন্তান জুলকার নাঈম মাহমুদ সুমন, সভামঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য শফিক আদনান, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মোহাম্মদ হোসেন, মোঃ আবু তাহের, মো. শহীদুল আলম, নির্বাহী সদস্য গাজী শফিউল আজিম, চৌধুরী এনজি মাহমুদ কামালের সহধর্মিনী সৈয়দা নাজিমুন নেছা চৌধুরী ও তাঁর সন্তান কায়সার মাহমুদ, থানা আওয়ামী লীগের হারুনুর রশিদ, আনছারুল হক, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের আতিকুর রহমান, শেখ সরওয়ার্দী, ইকবাল হাসান, সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, আব্দুল আজিজ মোল্লা, মোঃ জামাল উদ্দীন, রুহুল আমিন মুন্সী, আব্দুল মালেক, শাহেদুল আজম শাকিল, আব্দুল হান্নান, আসিফ খান, সুলতান নাসির উদ্দীন প্রমুখ।
সভার শুরুতে চৌধুরী এনজি মাহমুদ কামালের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বিজ্ঞপ্তি