নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :
চাঞ্চল্যকর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশকে চতুর্থ দফায় একদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (টেকনাফ-৩) তামান্না ফারাহর আদালতে আনা হয়। এরপর বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়। নতুন কোনো রিমান্ডের আবেদন না করায় বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতে তোলার আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রদীপকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। একই মামলায় মঙ্গলবার পুলিশের তিন সাক্ষীর আরও তিন দিনের রিমান্ড দিয়েছে তামান্না ফারাহর আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১৫ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) খায়রুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রদীপের একদিনের রিমান্ড মঞ্জুর করে বিচারক তামান্না ফারাহ। গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান।